Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিক্ষক-কর্মচারীদের নির্বাচনী প্রচারণায় না
বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পরিপত্র জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না এবং এ উদ্দেমে সরকারি,  আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারিকে ব্যবহার করতে পারবেন না।এই পরিপত্র জারির পূর্বে তেমন কোনো বিধিনিষেধ না থাকায় অবাধে স্কুল-কলেজের শিক্ষকরা অন্যান্য সময় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতেন।এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং তা প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন থেকে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।এই বিষয়ে রাজশাহী-১ আসনে গোদাগাড়ী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আমাদের সবকিছু করতে নির্দেশনা দেয়া হয়েছে। অন্যান্য সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা প্রচারণায় অংশগ্রহণ করত। এবার কোন শিক্ষক-কর্মচারি এবিষয়ে বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/12/2023
আর্কাইভ তারিখ
31/01/2024