শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধীন মাঠ প্রশাসনের জেলা পর্যায়ের অফিস হলো জেলা শিক্ষা অফিস, কিশোরগঞ্জ।আলোর মেলা, পুরাতন কোর্ট রোড এলাকায় এর অবস্থান। জেলা শিক্ষা অফিসার এর অফিস প্রধান।শিক্ষা মন্ত্রণালয়ের সমস্ত নিদের্শনা বাস্তবায়নের পাশাপাশি সরকারি/বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল পর্যায়ের মাদরাসার বহুমুখীসেবা প্রদান সহ SDG-4 বাস্তবায়নে সর্বদা কাজ করে থাকে। ১৩ টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সমস্তকার্যক্রম তদারকি করে এ অফিস। অত্র জেলায় ২৭ টি জুনিয়র স্কুল, ২২৯টি হাইস্কুল, ১০ টি স্কুল এন্ড কলেজ, ০৯ টি বি এম কলেজ, ০৯ টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১৮ টি ডিগ্রি কলেজ, ১১ টি অনার্স কলেজ, ০৩ টি মাস্টার্স কলেজ, ১০২ টি দাখিল মাদ্রাসা, ২৭ টি আলিম মাদ্রাসা, ১৫ টি ফাজিল মাদ্রাসা, ০২ টি কামিল মাদ্রাসা সহ মোট ৪৬২ টি প্রতিষ্ঠান অবস্থিত। এ ছাড়া শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে অত্র জেলায় ১৮ টি আইসিটি লার্নিং সেন্টার (আইএলসি ল্যাব) , ১৯১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব , ৭৬ টি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাব (বিসিসি ল্যাব) , ৬ টি স্কুল অফ ফিউচার এবং ৩২৫ টি মাল্টিমিডিয়া ক্লাস রুম এর মাধ্যমে নিয়মিত পাঠ দান করানো হয়।
জেলা শিক্ষা অফিস, কিশোরগঞ্জ
ফোনঃ 02997761330, মোবাইল নংঃ ০১৭২৬২০২১৬৪ (অফিস প্রধান),ফ্যাক্সঃ ০৯৪১-৬২৮০৮
ই-মেইলঃ kishoreganjdeo2008@yahoo.com
অথবা kishoreganjdeo2008@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস